Friday, October 18, 2024
বাড়িজাতীয়ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি : প্রধানমন্ত্রী

ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে। ভারত এমনই একটি দেশ যেখানে মোবাইল ডেটা সবচেয়ে সস্তা। বর্তমানে দেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। শুক্রবার সিভিল সার্ভিস দিবসে সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এবারের ”সিভিল সার্ভিস ডে” খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি সময় সিভিল সার্ভিস ডে উদযাপন হচ্ছে, যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে, এমন একটি সময় উদযাপন হচ্ছে যখন দেশ আগামী ২৫ বছরের বিশাল লক্ষ্য অর্জনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিগত ৯ বছরে দেশের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষও যদি সুশাসনের আস্থা পেয়ে থাকেন, তবে তাতে আপনাদের কঠোর পরিশ্রমও রয়েছে। গত ৯ বছরে ভারতের উন্নয়ন যদি নতুন গতি পায়, তাও আপনাদের অংশগ্রহণ ছাড়া সম্ভব ছিল না। করোনা সংকট সত্ত্বেও, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। মোদীর কথায়, আমাদের হাতে সময় কম, কিন্তু ক্ষমতা অপরিসীম। আমাদের কঠিন লক্ষ্য আছে, কিন্তু সাহসও রয়েছে। আমাদের লক্ষ্য আছে পাহাড়ে ওঠার, আকাশ পেরিয়ে যেতে হবে!

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য