নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): প্রায় সাত দশকের স্বল্প ব্যবধানেই ভারতীয় জনগণ গণতান্ত্রিক উন্নয়নের বিস্ময়কর কাহিনি রচনা করে সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির বিশ্বাস, ভারতের এই উন্নয়ন যাত্রা সংবিধানের শক্তিতেই এগিয়ে চলেছে। শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “৭২ বছর আগে সংসদের এই সেন্ট্রাল হলেই আমাদের সংবিধান প্রণেতারা স্বাধীন ভারতের উজ্জ্বল ভবিষ্যতের দলিল অর্থাৎ আমাদের সংবিধানকে অঙ্গীকার করেছিলেন এবং ভারতীয় জনগণের জন্য তা সমর্পিত করেছিলেন।” রাষ্ট্রপতি বলেছেন, “প্রায় সাত দশকের স্বল্প ব্যবধানেই ভারতীয় জনগণ গণতান্ত্রিক উন্নয়নের এমন এক বিস্ময়কর কাহিনি রচনা করেছে যা সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছে। আমি বিশ্বাস করি, ভারতের এই উন্নয়ন যাত্রা আমাদের সংবিধানের শক্তিতেই এগিয়ে চলেছে।” মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের দেশে প্রথম দিকে মহিলাদের শুধুমাত্র ভোটাধিকারই দেওয়া হয়নি, অনেক মহিলা গণপরিষদের সদস্যও ছিলেন এবং সংবিধান প্রণয়নে তাঁরা অভূতপূর্ব অবদান রেখেছেন।”