স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশন এর অঙ্গ হিসেবে প্রত্যেক গ্রামে গ্রামে স্বচ্ছতার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ চলছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় জল সম্পদ ও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর হাতে ধরে উদ্বোধন হলো এস আর এল এম প্রজেক্টের।
আমবাসা ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, ধলাই জেলা শাসক সমাহর্তা , ব্লক আধিকারিক সহ অন্যান্যরা। কমলা ছড়া ভিলেজ কমিটির কার্যালয়ে এই এস এল আর এম প্রজেক্ট এর উদ্বোধন হয়। এদিন বিভিন্ন স্ব সহায়ক দলের প্রতিনিধিরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস সাজিয়ে বসেন। কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা স্ব সহায়ক দলের তৈরি জিনিসপত্র দেখেন । কিভাবে তা তৈরি করেছেন সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী খোঁজখবর নেন। পাশাপাশি সহায়িকাদের উৎসাহ প্রদান করেন। ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন সরকারি কাজকর্ম নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশকে স্বচ্ছ রাখা। সেই লক্ষ্যে গ্রামীন এলাকা গুলিতে প্রদান করা হচ্ছে ডাস্টবিন। রাজ্যের পিছিয়ে পড়া জেলা ধলাই জেলায় বিভিন্ন কাজ চলছে। সেই সমস্ত কাজের বিষয়ে অবগত হন বলে জানান কেন্দ্রীয় জল সম্পদ ও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বেশ্বর টুডু।