Friday, April 25, 2025
বাড়িরাজ্যআবারো চাকরিতে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলো যুব কংগ্রেস

আবারো চাকরিতে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলো যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : টিএসআর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। চাকুরি প্রত্যাশীরা সেই দুর্নীতি ফাঁস করে দিয়েছে। বিজেপি সরকার প্রশাসনিক শক্তি ব্যবহার করে চাকুরি প্রত্যাশীদের আওয়াজকে দাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কোপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরবর্তী সময় আচমকা একটা বিজ্ঞপ্তি দিয়ে বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া হয়। প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছিল।

বহিঃরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে এক জনের প্রান গিয়েছে। যুব কংগ্রেস প্রতিবাদে সরব হলে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোন কিছু করার নেই। আসাম রাইফেল ময়দানে এসএসসি-র জিডি স্টাফ নেওয়ার জন্য শারীরিক মাপ নেওয়া হচ্ছে। এসএসসি-র জিডি স্টাফ নিয়োগের জন্য উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জন্য পৃথক পৃথক শূন্যপদের সংখ্যা নির্ধারিত রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বহিঃরাজ্যের ছেলে মেয়েরা ভুয়া নথি তৈরি করে নিয়ে রাজ্যের শূন্যপদ গুলির জন্য শারীরিক মাপ দিচ্ছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা। তিনি এই ঘটনার নিন্দা জানান। পাশাপাশি তিনি জানান রাজ্যের ছেলেদের জন্য বরাদ্দ করা শূন্যপদে যেন বহিঃরাজ্যের ছেলেরা ইন্টারভিউ দিতে না পারে তার জন্য আন্দোলনে নামবে প্রদেশ যুব কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য