Saturday, December 21, 2024
বাড়িরাজ্যসদ্যজাত শিশুর পঁচা গলা মৃতদেহ উদ্ধার

সদ্যজাত শিশুর পঁচা গলা মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : সদ্যজাত শিশুর পঁচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চাঞ্চল্য। ঘটনা সাব্রুমের বনকুল এমএলএ খামার এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, সাব্রুমের বনকুলে এমএলএ খামার এলাকার প্রাণধন পাড়ার রাস্তায় কালভার্টের নিচে এলাকার লোকজনরা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পায়। তারপর প্যাকেটে কি রয়েছে দেখতে গিয়ে দেখে সেখানে এক সদ্য জাতের পচা গলা দেহ। এলাকার লোকজনদের পক্ষ থেকে বনকুল আউট পোস্টে খবর দেওয়ার পর‌ও দুপুর গড়িয়ে গেলেও সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়নি।

 অবশেষে এলাকার লোকজনদের থেকে খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরবর্তী সময় বনকুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায় গত ৬ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিট নাগাদ বিষ্ণুপুর অশ্বিনী চন্দ্র পাড়ার এক মহিলার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তারা বন্ড সই দিয়ে হাসপাতাল থেকে সদ্য জাতের মৃতদেহটি সৎকারের জন্য নিয়ে যান। ধারণা করা হচ্ছে সদ্যজাত মৃতদেহটি সৎকারের উদ্দেশ্যে নিয়ে গেলেও যাওয়ার সময় ওই দম্পতি রাস্তায় কালভার্টের নিচে মৃতদেহটি ফেলে দিয়ে চলে যায় বলে এলাকাবাসী সূত্রে খবর। বর্তমানে বনকুল আউটপোস্টের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য