Monday, July 28, 2025
বাড়িরাজ্যপ্রতারনার শিকার হয়ে আত্মঘাতী এক যুবক

প্রতারনার শিকার হয়ে আত্মঘাতী এক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : প্রেমিকার দ্বারা প্রতারনার শিকার হয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম চয়ন আচার্য। বয়স ২৭ বছর। বাড়ি চারিপাড়া পুলিশ পাড়া এলাকায়। জানা যায় চয়ন আচার্য-র সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল উদয়পুরের এক যুবতীর। ঐ যুবতী হাপানিয়া হাসপাতালে কর্মরত। সম্প্রতি ঐ যুবতী চয়ন আচার্যর সাথে প্রতারণা করে। তারপর মঙ্গলবার নিজ বাড়িতে বিষ পান করে চয়ন।

 বিষ পান করার পর সে তাঁর মাকে জানায় সে বিষ পান করেছে। কিন্তু কেন সে বিষ পান করেছে তা তখনও পরিবারের লোকজন জানত না। পরে চয়নের পিতা চয়নকে জিবি হাসপাতালে নিয়ে যায়। চয়নের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শনিবার সকালে চয়নের মৃত্যু হয় জিবি হাসপাতালে। মৃত্যুর পূর্বে সে একটি কাগজে গোটা ঘটনার বিষয়ে লিখে যায়। তখনই ওনারা জানতে পারেন চয়নের সাথে উদয়পুরের এক যুবতীর দীর্ঘদিন সম্পর্ক ছিল। সেই যুবতী প্রতারণা করেছে চয়নের সাথে। তাই চয়ন আত্ম হত্যার পথ বেছে নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!