Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যত্রিপাক্ষিক চুক্তির প্রচারে মথা

ত্রিপাক্ষিক চুক্তির প্রচারে মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : গত কয়েকদিনের শাসক, বিরোধীর রাজনৈতিক কৌশল রাজ্যবাসী থেকে শুরু করে গোটা দেশবাসী প্রত্যক্ষ করেছে। প্রথমে ত্রিপাক্ষিক চুক্তি, তারপর মন্ত্রিসভায় যাওয়ার সুযোগ পেয়েছেন মথার তথাকথিত দুই আদর্শবাদী নেতা।

এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবার লোকসভা নির্বাচনের আগে ত্রিপাক্ষিক চুক্তিকে ইস্যু করে দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে মথার যুব সংগঠন। ত্রিপাক্ষিক চুক্তিপত্রে কি সুবিধার উল্লেখ রয়েছে সেই বিষয়ে গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকার সহজ সরল মানুষকে বুঝাতে দুয়ারে দুয়ারে যায় ওয়াই টি এফ। এবং তুলে ধরেন তথাকথিত বুবাগ্রার সফলতার সম্পর্কে। জনগণকে অবহিত করেন বর্তমানে বিধানসভা এবং এডিসি -তে বিজেপি ও তিপরা মথার একাকারে শাসক দলের আসন সংখ্যা বেড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য