স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : কার্ডিওলজি বিভাগে বড় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে জিবি হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই সংবাদ জানান কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তথা কার্ডিওলজিস্ট ডাক্তার অনিন্দ সুন্দর ত্রিবেদি।
তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনো পর্যন্ত জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ৭০ জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে। ৩০ থেকে ৩৫ জন রোগীর এনজিওপ্লাস্টি করা হয়েছে। ২২ জন রোগীর বুকে স্পেস মেকার বসানো হয়েছে। সফলতার সাথে পেরিফোয়াল এনজিওপ্লাস্টি করা হয়েছে ৪ জন রোগীর। এছাড়াও এক মাস পূর্বে এক জন রোগীর হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সার্জারি ছাড়া।
প্রথম বারের মতো জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সফলতার সাথে।তিনি আরও জানান জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের স্পেস মেকার বসানো হয় সম্পূর্ণ বিনা খরচে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা।