স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক ১১২ বোতল ফেন্সিডিল সহ তিন বহির্রাজ্যের যুবক। আটক করা হয় তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃরাজ্যের রেলে করে তিন যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি দিয়ে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে।
সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিঃ রাজ্যের সন্দেহজনক তিন যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ১১২ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালো বাজারি মূল্য প্রায় ৬৭,০০০ টাকার অধিক হবে বলে জানায়। ধৃতদের নাম রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুর। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।