Friday, April 19, 2024
বাড়িরাজ্যযারা আদিবাসীদের শোষণ করেছে তাদের সাথে প্রকাশ্যে মিলছে বিজেপি : জিতেন্দ্র

যারা আদিবাসীদের শোষণ করেছে তাদের সাথে প্রকাশ্যে মিলছে বিজেপি : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : ২৯ মার্চ সামন্ত যুগের শেষ লগ্নে রাজার সেনারা খোয়াই পদ্মবিল গ্রামে গিয়ে নির্বিচারে কয়েকজন পুরুষকে অত্যাচার করতে যখন ধরে নিয়ে আসছিলে তখন কুমারী- মধুতি- রুপশ্রী নামে তিন মহিলা রুখে দাঁড়ান। তখন রাজার সেনারা গুলি চালায়।

সেই গুলিতে মৃত্যু হয় কুমারী মধুতি রুপশ্রী তিনজনের। আজকে তাদের স্মরণ করা হচ্ছে। এই তিনটি নাম আজও অমর। তাঁরা আজও ত্রিপুরার মানুষকে পথ দেখাচ্ছে। সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত স্মরণ সভায় পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, তিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ড সহ বিভিন্ন স্লোগান তুলে যারা আদিবাসী অংশে মানুষকে যুগ যুগ ধরে শোষণ করেছে তাদের সাথে মিলে আবার বর্তমান সরকার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রচেষ্টা করছে। তাই কুমারী- মধুতি- রুপশ্রীর আত্ম বলিদান আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করা হচ্ছে। তাঁদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য