Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যচলে গেলেন রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়াসিং

চলে গেলেন রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়াসিং

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ :  রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্তের মৃত্যুতে রাজ্য জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কবি চন্দ্রকান্ত মুড়াসিং বিবেকানন্দ ময়দানে রোজকার মত প্রাতঃভ্রমন ও খেলাধুলা করার পর বিশ্রাম নিতে বসেন। এরপরই চেয়ার থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়।

সেখানে  হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ অভয়নগরস্থিত বাসভবনে আনা হয়। তারপর যেখানে খেলতেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ ময়দানে মরদেহ আনা হয়। তারপর নজরুল কলাক্ষেত্রে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। তারপর  সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রভবনে। সেখান থেকে তৈবান্দালে তার জন্ম ভিটাতে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়া সিংয়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য