Thursday, March 28, 2024
বাড়িরাজ্যউত্তর পূর্ব নারিকেল চাষি সম্মেলন

উত্তর পূর্ব নারিকেল চাষি সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ :  শুক্রবার রবীন্দ্রভবনে নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে উত্তর পূর্ব নারিকেল চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ,  নারকেল উন্নয়ন পর্ষদের মুখ্য আধিকারিক ডা বি হনুমান্তে গোদোয়া, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় , আই সি এ আর-র যুগ্ম অধিকর্তা ডা বিশ্বজিৎ  দাস, কৃষি কলেজের প্রন্সিপাল ডা টি কে মাইতি সহ অন্যান্যরা।  

 বিগত ৩০ বছর যাবত রাজ্যের কৃষকদের কাছে থেকে স্বহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়নি। বর্তমান সরকার আসার পর ২০১৮ থেকে এই ধান ক্রয় পক্রিয়া শুরু হয়। বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিবছর ৫০ হাজার মেট্রিকটন ধান স্বহায়ক মূল্যে ক্রয় করার। কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে ৪ লক্ষের উপর কৃষক। প্রতিটি মহকুমায় কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছে। সার্বিক ভাবে কৃষকদের সহায়তা করছে বর্তমান সরকার বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য