Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপ্রিজনের গাড়ি থেকে নামার সময় পালিয়ে গেল অপরাধী

প্রিজনের গাড়ি থেকে নামার সময় পালিয়ে গেল অপরাধী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : আবারো কারা দপ্তরের পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে বৃহস্পতিবার পালিয়ে গেল পোকশো আইনে অভিযুক্ত এক অপরাধী। তার নাম আরিদ আলি। ঘটনার বিবরণে জানা যায় গত ২৭ অক্টোবর কৈলাসহর ইরানি থানার পুলিশ আরিদ আলি নামে এক অভিযুক্তকে পক্সো আইনে অভিযুক্ত করে আদালতে পাঠিয়েছিল। সেই মামলার শুনানি এখনো চলছে।

বৃহস্পতিবারও শুনানির জন্য এই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল আদালতে। কৈলাসহরের কারাগার থেকে এদিন সকালে মোট চারজন অভিযুক্ত অপরাধীকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বিকেলে আরো দুজন অভিযুক্ত সহ মোট ছজনকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ  আদালত থেকে নিয়ে আসা হয় কারাগারে। সেই সময় টি আর ০২ এ ১০২৪ নম্বরের পিজন ভ্যান থেকে অভিযুক্তদের নামানোর সময় আরিদ আলি নামের সেই অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। কৈলাশহর থানার পুলিশ ও ইরানি থানার পুলিশ পলাতক অভিযুক্ত আরিদ আলীকে হন্যে হয়ে খুজলেও অধিক রাত পর্যন্ত পলাতক অভিযুক্তের টিকির নাগাল পায়নি। এক পথচারী ও নাকি অভিযুক্তের পেছনে পেছনে ছুড়তে থাকেন পুলিশের সঙ্গে। এই ঘটনায় কৈলাশহর জুড়ে রীতিমতো চাঞ্চলও ছড়িয়ে পড়ে। মহকুমা শাসক প্রদীপ সরকার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবীর দেববর্মা সহ  প্রশাসনের পদস্থ আধিকারিকরা কারাগারে আসেন যাবতীয় খোঁজখবর নিতে। শুরু হয়েছে পালিয়ে যাওয়া অপরাধীর তল্লাশি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য