স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : দাদুর যৌন লালসার শিকার পাঁচ বছরের এক নাতনি বলে অভিযোগ। দাদুর বয়স ৭০ বছর। ঘটনার বিবরণী জানা যায় উদয়পুর ২ নং ফুলকুমারী এলাকায় নিজ দাদুর যৌন লালসার শিকার পাঁচ বছরের এক শিশুকণ্যা।
এই নিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করেন শিশু কন্যার মা। শিশু কন্যার মা জানান নিজ বাড়িতেই যৌন লালসা করেছে শিশুটিকে। পুলিশ অভিযোগ পেয়ে তড়িঘড়ি অভিযুক্ত বৃদ্ধকে আটক করে মহিলা থানার নিয়ে আসে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।