স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সকালে পোস্ট অফিস চৌমুহনি স্থিত কংগ্রেস ভবনের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। তিনি বলেন, মহাত্মা গান্ধী দেশবাসীর মধ্যে সংহতির বার্তা দিয়েছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সংহতি বার্তা দেশবাসীকে গ্রহণ করতে হবে। কারণ গান্ধীজী প্রাসঙ্গিকতা আজও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং জাত পাতের বিরুদ্ধে বিশ্বে মানুষের কাছে অহিংসা এবং সাম্যের যে নজির করেছিলেন তা আজও মানুষের মধ্যে স্মৃতি বিজড়িত। আজকের দিনে দেশে যে অনিশ্চয়তা ও অস্থিরতা জাতি বর্ণ মধ্যে তৈরি করার অপপ্রচেষ্টা চলছে তার থেকে বের হয়ে আসার একমাত্র পথ গান্ধীজী আদর্শ অনুসরণ করা। এমনটাই বললেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।
এদিকে ১৫৩ তম গান্ধী জন্ম জয়ন্তী উপলক্ষে সার্কিট হাউজ গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। পরে গান্ধী ঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা। মন্ত্রী রতন লালন নাথ বলেন, সাধারণ মানুষ যদি উন্নয়নের জন্য অংশগ্রহণ না করে তাহলে উন্নয়ন কঠিন। সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান তুলেছে বর্তমান সরকার। সরকার চাইছে সকলকে সাথে নিয়ে উন্নয়ন করতে। তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ।