স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : রেগা কাজে দুর্নীতির প্রতিবাদে, পানীয় জল, রাস্তাঘাট সংস্কার করা সহ বিভিন্ন দাবিতে পাঞ্চায়েত অফিসে তালা ঝুলাল গ্রামবাসী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকের অন্তর্গত নালকাটা ভিলেজে। খবরে জানা যায়, দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তাঘাট ও পানীয় জলের এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তার উপর রেগায় চলছে চরম দূর্নীতি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকেরা দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। একাধিকবার নেতা-মন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ ক্ষুদ্ধ গ্রামবাসীরা তাদের দাবী নিয়ে নালকাটা পঞ্চায়েত অফিস ঘেরাও করে। পরে সচিব সহ অন্যান্য অফিস কর্মচারীদের পঞ্চায়েত অফিসে তালা বন্দী করে রাখে এলাকাবাসী।
অভিযোগ, রাস্তাটি দীর্ঘ ৩০ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। চলাচলে সম্পূর্ণ অযোগ্য। এলাকা দিয়ে কোন রোগী নিয়ে যাতায়াত করা যায় না। তাই রাস্তা দিয়ে সংস্কার করার দাবি জানায় এলাকাবাসী। তাদের আরো অভিযোগ এলাকায় ২২২ টি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পর পেয়েছে। এর মধ্যে দেখা গেছে ৩৫ পরিবার টাকা পায়নি। কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্নভাবে তালবাহানা করে চলেছে। তারই প্রতিবাদে তারা তালা দিয়েছে বলে জানায়। খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক অধিকারিকরা। এখন দেখার বিষয় আগামী দিনে তাদের দাবি কতটা পূরণ হয়।