স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : শ্যামা পুজোর আনন্দের মধ্যেই চুরির তাণ্ডবে স্তব্ধ চুরাইবাড়ি এলাকায়। গভীর রাতে গৃহস্থের অনুপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনা ত্রিপুরা–অসম সীমান্তের পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের শিবন দাসের বাড়িতে। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক দুইটার পর শিবন দাস ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে ধর্মনগরে পুজো দেখতে যান। পরে ভোর পাঁচটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে।
ঘরে প্রবেশ করে দেখেন আলমারি দু’টি খোলা এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। আতঙ্কিত হয়ে শিবন দাস বিষয়টি সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের জানান। খবর পেয়ে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। গৃহস্থের দাবি, প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। চুরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। এদিকে, চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় ইয়ুথ ক্লাবের সদস্যরা লিখিত অভিযোগ নিয়ে থানায় যায়। তারা বলেন, পুলিশ যাতে দ্রুত চোরকে জলে তুলে। থানার ওসি তাদের আশ্বস্ত করেছেন ঘটনার তদন্ত চলছে।

