স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ জুলাই: আনছেরত্তির ভাবনা বদলের পেছনে মূল কারণ দলের বেশ কিছু রদবদল। বিশেষ করে মাঝমাঠে। লুকা মদ্রিচ, টনি ক্রুস, এদুয়ার্দো কামাভিঙ্গা, অহেলিয়া চুয়ামেনি, ফেদেরিকো ভালভের্দের মতো ফুটবলারদের নিয়ে রিয়ালের মিডফিল্ড আগে থেকেই ছিল বেশ সমৃদ্ধ। এখন সেখানে আরও বেশি আলোর ঝলকানি। যোগ হয়েছেন জুড বেলিংহ্যাম, আর্দা গুলার ও ব্রাহিম দিয়াস। ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও নতুন চুক্তি করে রয়ে গেছেন দানি সেবায়োস। মাঝমাঠে কাকে রেখে কাকে খেলাবেন, মধুর এই সমস্যায় নিশ্চিতভাবেই পড়তে হবে আনচেলত্তিকে। উপযুক্ত কৌশলে এই রসদ কাজে লাগাতে না পারলে তাকে কাঠগড়ায়ও তোলা হবে। সব মিলিয়েই তিনি নতুন করে ভাবছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে জানালেন সেই কথা। শোনালেন অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার গল্পও।
“আমি যখন কোচিং শুরু করেছিলাম, স্বচ্ছ ধারণা ছিল আমার। তখন ফুটবলারদের ধরনের সঙ্গে মানিয়ে নিতে চাইতাম না। পার্মায় একটি অভিজ্ঞতা হয়েছিল আমার, যেখানে (রর্বেতো) বাজ্জো চেয়েছিল প্লেমেকার হিসেবে খেলতে। কিন্তু আমি খেলার ধরন বদলাইনি। সে অন্য দলে চলে যায়। এটা ছিল আমার ভুল।” “ইউভেন্তুসে থাকার সময়, বিশেষ করে জিনেদিন জিদানকে পেয়ে বুঝতে শুরু করি যে, ফুটবলারদের ধরনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই ভালো। ফুটবলারদের স্বচ্ছন্দে থাকা গুরুত্বপূর্ণ। সেভাবেই আমি মানিয়ে নিতে থাকি এবং এখনও মানিয়ে নিচ্ছি।” চেনা কৌশলে বদল আনবেন কি না, এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি সরাসরিই জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্র সফর থেকেই নতুন কৌশলে বাজিয়ে দেখবেন দলকে। “এই মৌসুমে আমরা ভিন্ন ঘরানায় খেলতে পারি। আমরা যে ধরনে খেলে আসছি, তা সফল হয়েছে দারুণ। তবে নতুন ধরন আমরা চেষ্টা করতেই পারি। এই সফরেই আমরা চেষ্টা করব তা। নতুন কিছু করার উপযুক্ত সময় এটিই।” এই মৌসুমে রিয়ালের সবচেয়ে আলোচিত দলবদল সম্ভবত বেলিংহ্যাম। দারুণ প্রতিভাবান এই তরুণের দিকে চোখ ছিল অনেক ক্লাবে। তাকে রিয়ালে পেয়ে রোমাঞ্চিত আনচেলত্তি।
“সে আমাদের অন্য মিডফিল্ডারদের চেয়ে আলাদা। আমরা খুবই খুশি যে তাকে আমাদের একজন হিসেবে পেয়েছি। রিয়াল মাদ্রিদের মান সে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। কঠোর পরিশ্রম করে সে, অনুশীলনে ভালো করছে এবং এই সফরে খেলবে।” যুক্তরাষ্ট্র সফরে ২৩ জুলাই এসি মিলানের সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলবে ২৬ জুলাই। ২৯ জুলাই তাদের প্রতিপক্ষ বার্সেলোনা, ২ অগাস্ট ইউভেন্তুস। বলার অপেক্ষা রাখে না, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বাড়তি নজর থাকছে আনচেলত্তির। যদিও এটি স্রেফ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ, তবে তার মতে, রিয়াল-বার্সার লড়াইয়ে প্রীতি ম্যাচের আবহ বলে কিছু নেই। “বার্সেলোনার সঙ্গে ম্যাচ কোথায় হচ্ছে, এটা মূল ব্যাপার নয়। এই লড়াইয়ে প্রীতি ম্যাচ বলে কিছু নেই। গত বছরও আমরা দেখেছিলাম, এই লড়াইয়ের আবহ দারুণ ছিল এবং এবার ডালাসেও এরকম কিছুর আশাই করছি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে প্রীতি ম্যাচ বলে কিছু কখনও নেই এবং থাকবেও না।”