Friday, January 24, 2025
বাড়িখেলাফের আইসিসি চেয়ারম্যান বার্কলে

ফের আইসিসি চেয়ারম্যান বার্কলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২  নভেম্বর: দায়িত্বে বহালই থাকছেন গ্রেগ বার্কলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসি রোববার এক বিবৃতিতে বার্কলের থেকে যাওয়ার কথা জানায়। দুই বছর চেয়ারম্যান থাকবেন তিনি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান টাভেঙ্গওয়া মুকুহলানি শুরুতে অংশ নিয়েছিলেন নির্বাচনে। পরে নিজের নাম সরিয়ে নেন তিনি। পেশায় বার্কলে একজন আইনজীবী। নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান ছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যান হওয়ায় তাকে সেই পদ ছাড়তে হয়। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পরিচালকদের একজন ছিলেন বার্কলে। দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়ে আইসিসির বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশের পাশপাশি ক্রিকেটকে আরও শক্ত অবস্থানে নেওয়ার কথা বললেন তিনি। “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া সম্মানের বিষয়। আমাকে সমর্থনের জন্য সহযোগী আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য