Friday, February 14, 2025
বাড়িখেলাবার্সার বিপক্ষে জয়ের ধরনে বেশি খুশি মদ্রিচ

বার্সার বিপক্ষে জয়ের ধরনে বেশি খুশি মদ্রিচ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৭ অক্টোবর: লা লিগায় রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথমার্ধেই করিম বেনজেমা ও ফেদে ভালভেরদে গোলে এগিয়ে যায় রিয়াল। শেষ দিকে ফেররান তরেস ব্যবধান কমালেও যোগ করা সময়ে রদ্রিগোর গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।বার্সেলোনা বরাবরের মতো এদিনও শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনা নেয়। তবে প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই তাদের আক্রমণগুলো ছিল ধারহীন। বিপরীতে, রিয়াল কম আক্রমণ শাণালেও সেগুলো ছিল নিখুঁত, পরিকল্পিত।প্রতিপক্ষকে আটকে রাখায় কৃতিত্বের দবিদার রিয়ালের রক্ষণভাগও। আলাবা-মিলিতাও-মঁদিরা রক্ষণ জমাট রেখে দলকে রাখেন বিপদমুক্ত। আর মিডফিল্ডে যথারীতি আলো ছড়িয়েছেন দুই অভিজ্ঞ মদ্রিচ ও টনি ক্রুস এবং তরুণ অহেলিয়া চুয়ামেনি।

সব মিলিয়ে দল যেভাবে খেলেছে সেটা তৃপ্তি দিচ্ছে মদ্রিচকে। ম্যাচ শেষে স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া প্রতিক্রিয়ায় সেটাই বললেন তিনি।“আমরা কেবল জয় পাওয়ায় খুশি নই, যেভাবে খেলেছি তার জন্যও। চমৎকার একটা বিকাল কাটল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে আমাদের ভক্তরা দারুণ আবহ তৈরি করেছিল।”৮৩তম মিনিটে তরেসের গোলের আগে থেকেই চাপ বাড়াতে থাকে বার্সেলোনা। পরে সমতা ফেরাতে আরও মরিয়া হয়ে ওঠে তারা। ওই সময়ে মাথা ঠাণ্ডা রেখে রক্ষণে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট ৩৭ বছর বয়সী মদ্রিচ।“আমরা জানতাম যে ম্যাচে একটা সময় আসবে যখন আমাদের ভুগতে হবে, কারণ তারা বল ভালোভাবে নিয়ন্ত্রণ করে এবং ওই জায়গায় আমাদের শক্তভাবে ডিফেন্ড করতে ও লড়াই করতে হতো এবং আমরা তাই পেরেছি।”“এছাড়া আমরা আক্রমণেও খুব শক্তিশালী ছিলাম এবং ম্যাচটি নিয়ে আমরা খুব খুশি। আমরা আজ দুর্দান্ত খেলেছি।”এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল। ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ২৫।সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য