Thursday, April 25, 2024
বাড়িজাতীয়মোরবিতে ১০৮ ফুট হনুমানজির মূর্তি উন্মোচিত, মোদী বললেন পবনপুত্রের থেকে সবাই অনুপ্রাণিত

মোরবিতে ১০৮ ফুট হনুমানজির মূর্তি উন্মোচিত, মোদী বললেন পবনপুত্রের থেকে সবাই অনুপ্রাণিত

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): হনুমান জয়ন্তীর পবিত্র দিনে গুজরাটের মোরবিতে ভগবান হনুমানের বিরাট মূর্তি উন্মোচিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভগবান হনুমানের ১০৮ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভগবান হনুমানের বিশালাকার মূর্তি উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “হনুমান জয়ন্তীর শুভক্ষণে আপনাদের সকলকে এবং সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ দিনে মোরবিতে হনুমানজির এই বিশাল মূর্তি উন্মোচিত করা হয়েছে। আমাদের দেশ এবং বিশ্বে, ভগবান হনুমানের ভক্তদের জন্য ও রাম ভক্তদের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন।” প্রধানমন্ত্রী বলেছেন, “হনুমানজি নিজের ভক্তি ও সেবাভাব দিয়ে সকলকে যুক্ত করেন। সবাই হনুমানজির থেকে অনুপ্রেরণা পায়।”

হনূমানজি চারধাম প্রকল্পের অংশ হিসাবে দেশের চতুর্দিকে ভগবান হনুমানের চারটি মূর্তির মধ্যে এই মূর্তিটি দ্বিতীয়। পশ্চিম দিকের এই মূর্তিটি মোরবিতে বাপু কেশবানন্দের ‘আশ্রমে’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রথম মূর্তিটি ২০১০ সালে দেশের উত্তর দিকে শিমলায় প্রতিষ্ঠা করা হয়েছিল। দক্ষিণে রামেশ্বরমে মূর্তিটির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমরা কয়েক বছর ধরে শিমলায় একই রকম একটি হনুমান মূর্তি দেখছি। দ্বিতীয়টি মোরবিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমাকে বলা হয়েছে রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গে আরও দু’টি মূর্তি প্রতিষ্ঠা করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য