স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ফেব্রুয়ারি: জলবায়ুর পরিবর্তনে দেরিতে তুষারে ঢেকেছে জম্মু-কাশ্মীরের পার্বত্য এলাকা গুলমার্গ । ফেব্রুয়ারির শেষপ্রান্তে এসে সেখানে ব্যাপক তুষার ধসে চলছে। তাতেই মৃত্যু হল এক রুশ পর্যটকের। আর এক বিদেশি পর্যটক নিখোঁজ বলে জানা গিয়েছে। প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজে নেমে পাঁচ পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
আহত পাঁচজন গুলমার্গের হিমবাহে স্কি করছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদেশি পর্যটকেরা স্থানীয় গাইডকে না নিয়েই স্কি করতে গিয়েছিলেন হিমবাহের কংডুরি অঞ্চলে। তখই আচমকা তুষার ধসের ফাঁদে পড়েন তাঁরা। খবর পাওয়ামাত্র সেনা এবং স্থানীয় প্রশাসনের দল উদ্ধারকাজ নামে। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় উদ্ধারকাজ ছিল রীতিমতো কঠিন। আনানো হয় হেলিকপ্টার। ততক্ষণে মৃত্যু হয়েছে এক বিদেশি পর্যটকের। তবে পাঁচ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে একজন পর্যটকের খোঁজ মিলছে না।
বুধবার শ্রীনগর-লেহ সড়কে কাছে সোনমার্গেও তুষার ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত তিন ধরেই ভারী তুষারপাত চলছে কাশ্মীরে। এর ফলে উপত্যকার পার্বত্য এলাকাগুলিতে তুষার ধসের ঘটনা বাড়ছে।