Sunday, April 20, 2025
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের ‘নাগরিকত্বের ব্যবসা’য় চাপে প্রবাসী ভারতীয়রা

ট্রাম্পের ‘নাগরিকত্বের ব্যবসা’য় চাপে প্রবাসী ভারতীয়রা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ মার্চ : গ্রিন কার্ডেও স্বস্তি নেই আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প শাসনে এই কার্ড ধারকদের উপর এবার চাপ বাড়ানো শুরু করল মার্কিন প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রের খবর, গ্রিন কার্ড আত্মসমর্পণ করার জন্য ভারতীয়দের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন প্রশাসন। বিমানবন্দরেই এই সংক্রান্ত ফর্ম সাক্ষর করার জন্য চাপ দেওয়া হচ্ছে শুল্ক দপ্তর ও সীমান্ত সুরক্ষা আধিকারিকদের তরফে। যারা রাজি হচ্ছেন না তাঁদের আটক, সাসপেন্ড এমনকী জোর করে আমেরিকা থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে, ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়িত করতেই এই পদক্ষেপ শুরু হয়েছে।
জানা যাচ্ছে, এই ঘটনায় সবচেয়ে বেশি করে টার্গেট করা হচ্ছে প্রবীণ ভারতীয়দের। যারা মূলত আমেরিকায় ছুটি কাটাতে আসেন। বিমানবন্দরে তাঁদের রীতিমতো জেরা করা হচ্ছে আধিকারিকদের তরফে। মার্কিন গ্রিন কার্ডধারীদের উপর যে চাপ আসতে চলেছে সে আভাষ অবশ্য আগেই দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সাক্ষাৎকারে তিনি জানান, “এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।” ঠিক তার পরই প্রবীণ গ্রিন কার্ড ধারকদের উপর কড়াকড়ি শুরু করল সেখানকার প্রশাসন। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এই কার্ড ধারকরা। ফ্লোরিডার অভিভাসন আইনজীবী অশ্বিনী শর্মা বলেন, ‘ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এই সব প্রশাসনিক আধিকারিকরা নিজেদেরই বিচারক ভাবতে শুরু করেছেন। ওদের লক্ষ্য যে কোনও ভাবে গ্রিন কার্ড আত্মসমর্পণের ফর্ম ৪০৭ সাক্ষর করানো। এর জন্য প্রবীণ ভারতীয়দের আটক এমনকী হুমকি দিতেও দ্বিধা করছেন না তাঁরা।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য