Saturday, December 7, 2024
বাড়িবিশ্ব সংবাদলেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর:  লেবাননে পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা উপত্যকা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার এসব হামলার পর সন্ধ্যায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরও বিমান হামলা চালানো হয়েছে।মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, বালবেক ও বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেনে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলীতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী নগরীর ওই অংশের কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর বুধবার রাতে একবার ও বৃহস্পতিবারে শুরুতে আরেকবার সেখানে ব্যাপক বোমাবর্ষণ করে।লেবাননের আল জাদিদ টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আরও অন্তত চারবার বিমান হামলা চালানো হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর বা কোথায় আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত এক বছরে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে।বুধবার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, ওই বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে।পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, কয়েক ডজন রকেট লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে, যার কয়েকটি প্রতিহত করেছে তারা।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ইসরায়েল কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কাটজ হিজবুল্লাহকে পরাজিত করার অঙ্গীকার করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য