Thursday, March 28, 2024
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলে নির্বাচন: এগিয়ে নেতানিয়াহু, বলছে বুথফেরত জরিপ

ইসরায়েলে নির্বাচন: এগিয়ে নেতানিয়াহু, বলছে বুথফেরত জরিপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা, ২ নভেম্বর: ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল জয়ের পথে রয়েছে বলে দেখাচ্ছে বুথফেরত জরিপ।আনুষ্ঠানিক ফল আসার আগে ভোটারদের রায় সম্পর্কে ধারণা মেলা এই জরিপগুলোতে নেতানিয়াহুর ডানপন্থি ব্লক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আসনসংখ্যায় সামান্য এগিয়ে থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে, জানিয়েছে বিবিসি।মঙ্গলবারের নির্বাচনে ফল শেষপর্যন্ত এমন হলে ইসরায়েলের শাসনক্ষমতায় নেতানিয়াহুর নাটকীয় প্রত্যাবর্তন ঘটবে; টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর এ ডানপন্থি রাজনীতিক ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এ নির্বাচনকে দেখা হচ্ছে নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পক্ষের বা বিপক্ষের ভোট হিসেবে।“আমরা বিরাট জয়ের কাছাকাছি,” সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন নেতানিয়াহু।তবে আনুষ্ঠানিক ফলে বুথফেরত জরিপের ইঙ্গিত ভুলও প্রমাণিত হতে পারে। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ বলেছেন, এখনও কিছুই ঠিক হয়নি।মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বুথফেরত জরিপের ফল ঘোষণার পরপরই জেরুজালেমে নেতানিয়াহুর লিকুদ পার্টির মূল প্রচারণা শিবিরে লাউড স্পিকারে জোরে জোরে গান বাজতে শুরু করে।নেতানিয়াহু (৭৩) ইসরায়েলের অন্যতম বিতর্কিত রাজনীতিক। মধ্য ও বামপন্থিরা তাকে অপছন্দ করলেও লিকুদের তৃণমূল সমর্থকদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল নেওয়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অব্যাহত রাখার ঘোরতর সমর্থক নেতানিয়াহু। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এইসব বসতি অবৈধ হলেও ইসরায়েল কখনোই তা তোয়াক্কা করেনি।নেতানিয়াহু ইসরায়েল-ফিলিস্তিন বৈরিতার অবসান ঘটানোর লক্ষ্যে পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকে নিয়ে প্রস্তাবিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরও বিরোধী। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনসহ আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে।ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিচার চললেও ডানপন্থি এ রাজনীতিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।লিকুদ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে, সেখানে যারা অংশীদার হবেন তারা এরই মধ্যে আইন সংশোধনের কথা বলেছেন। তেমনটা হলে, নেতানিয়াহুর বিচার আটকে যেতে পারে।মঙ্গলবার ইসরায়েল টিভির বুথফেরত জরিপে নেতানিয়াহু নেতৃত্বাধীন ব্লক ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) ৬১ থেকে ৬২ আসন পেতে যাচ্ছেন বলে ধারণা দেওয়া হয়েছে।“নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী করে একটি স্থিতিশীল সরকার পাওয়ার আশা করতে পারি বলে মনে হচ্ছে। কিন্তু গত তিন বছর যেমনটা গেছে, তাতে জোট সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না,” বলেছেন জেরুজালেমের বাসিন্দা লিকুদ সমর্থক ডেভিড অ্যাডলার (৩৪) ।

বুথফেরত জরিপ অনুযায়ী, লিকুদ ৩০-৩১টা আসন পেয়ে পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। গত নির্বাচনে নেতানিয়াহুকে হটিয়ে দেওয়া বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের মধ্য বামপন্থি দল পেতে পারে ২২ থেকে ২৪টি আসন।লিকুদের মিত্র কট্টর জাতীয়তাবাদী রিলিজিয়াস জায়োনিজম ১৪টি আসন পেতে পারে বলেও জরিপে ধারণা মিলেছে। তেমনটা হলে তারা পার্লামেন্টে তৃতীয় বড় দল হিসেবে আবির্ভূত হবে।নির্বাচনের আগে বিশ্লেষকরা বলেছিলেন, মঙ্গলবারের ভোটের পরও স্থিতিশীল সরকার পাওয়া দুষ্কর হবে। তেমনটা হলে, ইসরায়েলকে চার বছরের মধ্যে ষষ্ঠ সাধারণ নির্বাচনও দেখতে হতে পারে।তবে বুথফেরত জরিপের ফল ঠিক থাকলে নেতানিয়াহুর ডানপন্থি জোটের জন্য সরকার গঠন খুব একটা সমস্যার হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য