Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদঅরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।শুক্রবার স্থানীয় সময় ১০টা ৪৩ মিনিটে অ্যাডভান্স লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) আপার সিয়াং জেলার টুটিং এলাকার চিংগিং গ্রামে বিধ্বস্ত হয় বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।আপার সিয়াং জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জুম্মার বসরকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তারপরও একটি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে।ঘটনাস্থল টুটিং সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।  এনডিটিভি জানিয়েছে, হেলিকপ্টারটি লিকাবালি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর টুটিংয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। একটি ঝুলন্ত সেতু ছাড়া ঘটনাস্থলে যাওয়ার আর কোনো পথ নেই। সেনাবাহিনী ও বিমান বাহিনীর একটি যৌথ দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে জানা গেছে। এই নিয়ে চলতি অক্টোবরে অরুণাচলে দ্বিতীয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। চলতি মাসের প্রথমদিকে রাজ্যটির তাওয়াংয়ের কাছে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ও অন্য বেশ কয়েকজন আহত হন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য