Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদইরানের কারাগারে আগুন, নিহত ৪

ইরানের কারাগারে আগুন, নিহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৭ অক্টোবর: ইরানে রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখা ‘কুখ্যাত’ এভিন কারাগারে আগুন লাগার ঘটনায় অন্তত ৪ বন্দি নিহত এবং ৬১ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এ খবর দিয়েছে।তবে কারাগারের ভেতরের কয়েকজন বিবিসি পার্সি সার্ভিসকে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বেশি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের ওই কারাগার প্রাঙ্গণে আগুনের শিখা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে গুলি এবং বিস্ফোরণের শব্দও। কয়েক সপ্তাহের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানকে এমনিতেই অস্থির করে রেখেছে। তার মধ্যে শনিবার রাতে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান কর্তৃপক্ষ বলছে, কারাগারের একটি ওয়ার্কশপে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইরানের বিচারবিভাগ। আর যারা মারা গেছে তাদের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।পুলিশ হেফাজতে কুর্দিশ-ইরানি মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে প্রাথমিকভাবে বিক্ষোভ দানা বাঁধে। পরে তা বড় ধরনের সরকার-বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। ২২ বছর বয়সী ওই তরুণী হার্ট অ্যাটাকে মারা যায় বলে কর্তৃপক্ষ জানালেও পরিবারের সদস্যরা বলছে, নীতি পুলিশের মারধরেই তার মৃত্যু হয়েছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, কারাগারে আগুন লাগার সঙ্গে সরকারবিরোধী চলমান বিক্ষোভের কোনও যোগসূত্র নেই। এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আগুনের ঘটনার জন্য অপরাধীরা দায়ী। সাম্প্রতিক সময়ে কয়েকশ বিক্ষোভকারীকে ওই এভিন কারাগারেই পাঠানো হয়েছে।ইরানের সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকা দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক ও বিভিন্ন ফৌজদারি অপরাধে দণ্ডিতরা কারাগারে দাঙ্গা শুরু করে। রাজনৈতিক বন্দিরা এতে জড়িত ছিল না। কারাগারের ভেতর থেকে তেহরানের গভর্নর রাষ্ট্রীয় টিভিকে বলেন, কারাগারের একটি অংশ যেখানে ছিঁচকে অপরাধীদের রাখা হয় সেখানে দাঙ্গা লাগে তবে পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য