Monday, February 10, 2025
বাড়িবিশ্ব সংবাদরুশ ধনকুবেরের প্রমোদতরী জব্দ করবে না হংকং

রুশ ধনকুবেরের প্রমোদতরী জব্দ করবে না হংকং

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১২ অক্টোবর: পাশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার এক ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরী জব্দ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হংকং।দেশটির প্রধান নির্বাহী জন লি বলেছেন, হংকং জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা অনুসরণ করতে দায়বদ্ধ।কিন্তু ‘একতরফাভাবে’ কারও ওপর ‘একক বিচারব্যবস্থা’ আরোপ করা নিষেধাজ্ঞা তারা অনুসরণ করতে বাধ্য নয়।যে প্রমোদতরী নিয়ে এত কথা সেটির দাম ৫২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেটির মালিক আলেক্সি মোরদাশভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন।বিবিসি জানায়, গত সপ্তাহে মোরদাশভের সুপারইয়ট রাশিয়া থেকে হংকংয়ে যায়। তবে মোরদাশভ ওই প্রমোদতরীতে অবস্থান করছেন না বলেই ধারণা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন ‍চালানোর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন পুতিন সংশ্লিষ্টতার কারণে মোরদাশভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।হংকং প্রশাসন বলছে, তারা এই নিষেধাজ্ঞা অনুসরণ করতে বাধ্য নয়।মোরদাশভের বহুতল নর্ড সুপারইয়টটি প্রায় এক সপ্তাহ ধরে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে অবস্থান করছে। সেটিতে রাশিয়ার পাতাকা উড়ছে।লি বলেন, ‘‘আমরা জাতিসংঘ নিষেধাজ্ঞা মেনে চলব, এটাই আমাদের ব্যবস্থা, এটিই আমাদের আইনের শাসন।”হংকংয়ের ওপর চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগে কড়াকড়ির কারণে লি নিজেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য