Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় বাইডেন

ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় বাইডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১১ অক্টোবর: ক্রাইমিয়ার কের্চ সেতুতে হামলার প্রতিশোধে ইউক্রেইনজুড়ে শুরু হওয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।সোমবার তিনি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করেছে, এতে তাদের সামরিক কোনও উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না।যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মিলে রাশিয়াকে এর মূল্য দেওয়ানোর ব্যবস্থা নিতে থাকবে বলেও বাইডেন অঙ্গীকার করেন।এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ইউক্রেইনজুড়ে রাজধানী কিইভসহ বিভিন্ন স্থানে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সমস্ত হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছে এবং এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস হচ্ছে যাতে সামরিক কোনও উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না।”“ইউক্রেইনের জনগণের বিরুদ্ধে পুতিনের অবৈধ যুদ্ধে তারা এর মধ্য দিয়ে আরও একবার পুরোদস্তুর নির্মমতার প্রকাশ ঘটিয়েছে।”রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর কিইভকে ১ হাজার ৬৮০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার ওপর ব্যাপক পরিসরে আরোপ করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা।বাইডেন বলেছেন, এখন রাশিয়া যে হামলা শুরু করেছে তাতে ইউক্রেইনের জনগণের পাশে থাকার যুক্তরাষ্ট্রের অঙ্গীকারই কেবল আরও দৃঢ় হবে।“আমাদের মিত্র ও অংশীদারদের পাশাপাশি আমরা রাশিয়ার আগ্রাসনের জেরে তাদের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে থাকব, নৃশংসতা এবং যুদ্ধাপরাধের জন্য পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করানোর ব্যবস্থা করব। আর ইউক্রেইনকে তাদের দেশ ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সমর্থন দেব,” বলেন বাইডেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য