স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : মজুরি বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটির দাবিতে আন্দোলনে সামিল হল শান্তিরবাজার মহকুমার বাইখোরা ও.এন.জি.সি-তে কর্মরত শ্রমিকরা। জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ওএনজিসি-র বোম বিস্ফোরণের কাজ চলছে। এই কাজে প্রায় ৫০০ থেকে ৬০০ অধিক কর্মরত রয়েছে।
শ্রমিকদের অভিযোগ কাজে যোগদানকরার পূর্ব চুক্তিপত্রে তাদের দৈনিক ৫৮০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে তাদেরকে দৈনিক ৪০০ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে। সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। তাই মঙ্গলবার সকাল থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি দৈনিক ৫০০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দিতে হবে তাদেরকে। শ্রমিকদের কর্মবিরতি আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোরা থানার পুলিশ। পুলিশ শ্রমিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেও সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকে। এবং তারা তাদের আন্দোলন জারি রাখে।