Sunday, December 22, 2024
বাড়িবিশ্ব সংবাদপশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক হামলায় নিহত ৬

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক হামলায় নিহত ৬

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ আগস্ট: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা ও আরও তিনজনকে আহত করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একইদিন তুলকার্ম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নূর শামস শরণার্থী শিবিরে ‘জঙ্গিদের’ একটি অভিযান পরিচালনা কেন্দ্রে তাদের যুদ্ধ বিমান আঘাত হেনেছে।

তারা আরও জানায়, একটি অপহরণের অভিযোগ পাওয়ার পর পৃথকভাবে তাদের সেনারা পশ্চিম তীরের বিভিন্ন পথ বন্ধ করে দিয়ে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবরটিও তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।ফিলিস্তিনিরা নিয়মিত অভিযোগ করে আসছেন যে তাদের ঘরবাড়ি ও গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দলগুলো হামলা চালানোর সময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে আর সহিংসতা করার সুযোগ করে দেয়।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এসব সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ও এসব হামলা ঠেকাতে ইসরায়েলকে আরও বেশি কিছু করার জন্য চাপ দিচ্ছে।গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর সংঘাতের ঘটনা অনেক বেড়ে গেছে, এর সমান্তরালে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যাও অনেক বেড়েছে।

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব অভিযানে অন্তত ৬৩৭ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের অনেক সশস্ত্র যোদ্ধা হলেও বাকিরা শুধুই পাথর-নিক্ষেপকারী তরুণ অথবা নিরপরাধ বেসামরিক।একই সময় ফিলিস্তিনিদের আক্রমণে পশ্চিম তীর ও জেরুজালেমে অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা ও বেসামরিক নিহত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য