Tuesday, May 20, 2025
বাড়িরাজ্যআদিবাসী কংগ্রেসের বৈঠক

আদিবাসী কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : রবিবার আগরতলা প্রেস ক্লাবে আদিবাসী কংগ্রেসের এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বৈঠকে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত ১৯ এবং ২৬ এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে।

রাজ্যের বিরাট অংশের আদিবাসী কংগ্রেস কর্মী সমর্থক পূর্ব ত্রিপুরার আসনের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে সমর্থন করেছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করতে আদিবাসী কংগ্রেস দীর্ঘদিন ধরে লড়াই ময়দানে রয়েছে। আরো বলেন নির্বাচনোত্তর বিষয় নিয়েও এই দিনের বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে আগামী দিন কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও এই দিনের বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তর আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!