Sunday, May 18, 2025
বাড়িবিশ্ব সংবাদটেক্সাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল, হাজারো গবাদিপশুর মৃত্যু

টেক্সাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল, হাজারো গবাদিপশুর মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ মার্চ: যুক্তরাষ্ট্রে টেক্সাস রাজ্যে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে ২ জনের প্রাণহানি এবং হাজার হাজার গবাদিপশু মারা গেছে।বিবিসি জানায়, ১১ লাখ একর জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে গলে গেছে লাইট পোস্ট, ধ্বংস হয়েছে বাড়িঘর এবং গোটা এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।দাবানলের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। টেক্সাসের উত্তরের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে দাবানল পরিস্থিতি সপ্তাহান্তে আরও খারাপ হতে পারে। আদ্রতা কমে এবং বাতাসের তীব্রতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

টেক্সাসের উত্তরাঞ্চলের পেনহেন্ডল এলাকাতেই দাবানল সবচেয়ে তীব্র। সেখানে আছে বিশাল পশু খামার। পেনহেন্ডলে কেবল যে বহু মানুষের বাস তাই নয়, সেখানকার খামারগুলোতে লাখ লাখ গরু, বাছুর, মহিষ এবং ষাঁড় লালন-পালন করা হয়।বৃহস্পতিবার টেক্সাসের কৃষি বিষয়ক কমিশনার বলেন, তার ধারণা, সেখানে হাজার হাজার পশু মারা গেছে। আরও আনুমানিক ১০ হাজার পশু মারা যাবে বা স্বেচ্ছা মৃত্যু ঘটাতে হবে জানিয়ে তিনি বলেন, “এটি খুবই দুঃখজনক। এই পশুগুলোর বেশিরভাগই এখনও বেঁচে আছে। কিন্তু তাদের ক্ষুর পুড়ে গেছে, বাঁট পুড়ে গেছে।” যুক্তরাষ্ট্রে টেক্সাসেই সবচেয়ে বেশি পশু উৎপাদন হয়। আর প্রায় ৮৫ শতাংশ পশুই পেনহেন্ডেল অঞ্চলে থাকে। বৃহস্পতিবার দাবানল ওই অঞ্চলের খামারগুলোর আশেপাশের চারণভূমিতে ছড়িয়ে পড়তে শুরু করায় খামারিরা তাদের খামার এবং পশু দুইই বাঁচাতে হিমশিম খাচ্ছে।“এ পরিস্থিতি চোখে দেখা কঠিন”, দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন টেক্সাসের ৬০০ গরুর একটি খামারের কর্মী জেফ চিসাম। খামার ধ্বংসের চিত্র ফেইসবুকে তুলে ধরেছেন জেফের স্ত্রী। তাতে রাস্তায় রাস্তায় মৃত গরু পড়ে থাকতে দেখা গেছে।যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগের হিসাবমতে, টেক্সাসে ১ কোটি ২০ লাখ পশু আছে। দাবানলে খামার এবং তৃণভূমি পুড়ে যাওয়ার কারণে পশুপালকরা চরম ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন টেক্সাসের কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!