Friday, December 5, 2025
বাড়িবিশ্ব সংবাদরক্তের বদলে রক্ত! আফগান আদালতের নির্দেশে পরিবারের খুনিকে জনসমক্ষে হত্যা ১৩-র কিশোরের

রক্তের বদলে রক্ত! আফগান আদালতের নির্দেশে পরিবারের খুনিকে জনসমক্ষে হত্যা ১৩-র কিশোরের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৩ ডিসেম্বর : আদালতের নির্দেশে পরিবারের খুনির মৃত্যুদণ্ড কার্যকর করল ১৩ বছরের কিশোর! স্টেডিয়ামে বসে ভয়াবহ সেই হত্যাকাণ্ড দাঁড়িয়ে দেখল ৮০ হাজার জনতা। পূর্ব আফগানিস্তানের খোস্ত অঞ্চলে হাড়হিম সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। শরিয়তকে হাতিয়ার করে তালিবান শাসনের এহেন ভয়াবহতার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৯ শিশু-সহ একই পরিবারের ১৩ জন সদস্যকে হত্যার ঘটনায় আফগানিস্তানের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন ‘মঙ্গল’ নামে এক ব্যক্তি। এই মৃত্যুদণ্ড অনুমোদন করে আফগানিস্তানের সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদা। শাস্তি ঘোষণার পর মঙ্গলবার খোস্তের একটি স্টেডিয়ামে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, সেখানে জড়ো হয়েছিলেন ৮০ হাজারের বেশি মানুষ। আদালতের নির্দেশ অনুযায়ী এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয় মৃত পরিবারের ১৩ বছর বয়সি এক কিশোরকে। এহেন নৃশংস ভিডিও সোশাল মিডিয়ায় সামনে আসার পর নিন্দায় সরব হয়েছে সব মহল। আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, এই মৃত্যুদণ্ড অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

উল্লেখ্য, তালিবান ফের আফগানিস্তানের (Taliban In Afghanistan) ক্ষমতায় আসার পর ফিরেছে অতীতের শরিয়ত আইন। সেইমতো শরিয়তি কিসাস আইনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওই হত্যাকারীর। ১০ মাস আগেই অপরাধীকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এরপর মৃতের পরিবারের সদস্যদের কাছে বিকল্প দেওয়া হয় তাঁরা হত্যাকারীকে ক্ষমা করতে চান নাকি মৃত্যুদণ্ড কার্যকর করতে চান। ১৩ বছরের কিশোর অপরাধীর মৃত্যুদণ্ডের মত দিলে, ওই কিশোরকে দিয়েই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য