স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ : কোন যান চালকের দুর্ঘটনায় প্রানহানি ঘটলে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশান। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশানের গোমতী জেলার নেতৃত্ব সাহাজান মিয়া জানান সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি সম্বলিত দাবি সনদ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিকট প্রেরন করা হয়েছে। কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। কোন যান চালকের দুর্ঘটনায় প্রানহানি ঘটলে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, চলন ক্ষমতা হারিয়ে ফেললে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি যান চালকদের পেনশন ও ভাতা প্রদানেরও দাবি জানান তিনি।