স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : গাঁজা বাগান ধ্বংস করল সিপাহীজলা জেলা পুলিশ। বিশালগড় মহকুমার রামনগর ভিলেজ কমিটি এলাকার পশ্চিম পাগলী বাড়ি এবং বিজয়নগরে বন দপ্তরের সংরক্ষিত পঞ্চাশ একর জমিতে গড়ে উঠেছিল এই গাঁজা বাগান।
গাঁজা গাছ বড় হওয়ার পর পুলিশের কাছে খবর আসে চলছে গাঁজা বাগানের রমরমা চাষ। অবশেষে সেই রাজা বাগান ধ্বংস করতে পুলিশ সদর্থক ভূমিকা নিলো। অভিযানে পৃথক ৩০ টি গাঁজা বাগান ধ্বংস করা হয়। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।