স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : মেরি মাটি মেরা দেশ। মিট্রি কো নমন বীরো কা বন্ধন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে কলসিতে করে মাটি সংগ্রহ করা হয়। পরে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলাররা মাটির কলসি গুলি তুলে দেন নিগমের মেয়রের হাতে।
নিগমের মেয়র দীপক মজুমদার জানান ২৪ আগস্ট মাটির কলসি গুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পরে নিগমের মেয়র দীপক মজুমদার জানান মেরি মাটি মেরা দেশ। মিট্রি কো নমন বীরো কা বন্ধন কর্মসূচির মুল উদ্দেশ্যে হচ্ছে সকল অংসের মানুষের মধ্যে রাষ্ট্র ভাবনা জাগ্রত করা। নিগমের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা মাটি গুলি ২৪ আগস্ট দিল্লির উদ্দেশ্যে নিয়ে জাওয়া হবে বলে জানান তিনি। এইদিন পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করা হয় কলসিতে করে। এই মাটি সংগ্রহ কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।