স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : সরকারে না থাকলে অতীত অভ্যাস বদলায় নি বামেদের।মহাবিদ্যালয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ। ঘটনা সোমবার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। এর জেরে কলেজ চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় পুলিশ। খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং টি.এস.আর। জানা যায় এস এফ আই সমর্থকেরা হায়দ্রাবাদে অনুষ্ঠিত সর্ব ভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে মহাবিদ্যালয়ে চাঁদা তুলছিল। মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকাদের কাছ থেকে চাঁদা তুলছিল তারা। এতে বাঁধা দেয় এ ভি বি পি – সমর্থিত ছাত্র ছাত্রীরা। এতেই বাঁধে বিপত্তি।
এস এফ আই সমর্থক দুই ছাত্রকে মারধোর করা হয় বলে অভিযোগ। বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃষা মজুমদারের গোচরে নেয় এস এফ আই। তারপর মহাবিদ্যালয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। এ ভি বি পি – সমর্থিত ছাত্র ছাত্রীরা জানায় ২৫ বছর সিপিআইএম -এর সরকার চলাকালীন এই ছাত্র সংগঠন মহাবিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে রেখছিলো। সামনেই ভোট। ভোট আসতেই তারা চাঁদা তোলা শুরু করেছে। কিসের জন্য চাঁদা তোলা হচ্ছে জিজ্ঞাসা করতেই আক্রমণ চালায়। পরে উল্টো কথা বলে মিথ্যা প্রচার চালাচ্ছে এস এফ আই। ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃষা মজুমদার জানান দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে। ছাত্র ছাত্রীদের ডেকে বোঝানো হয়। তবে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেউই লিখিত কোনো ধরনের অভিযোগ করেনি। দুই পক্ষের ছাত্র ছাত্রীদের আলাদা আলাদাভাবে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।