স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ নভেম্বর: আগামী শুক্রবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। দুই দিন পর ক্রোয়েশিয়ার মাঠে খেলবে তারা। ম্যাচ দুটির জন্য দলের সঙ্গে যোগ দিতে সোমবার লিসবনের উদ্দেশ্যে রওয়ানা হন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।ওই ফ্লাইটেই ঘটে এই ঘটনা। সুসানা লসন নামের এক যাত্রী বিজনেস ক্লাউডকে বলেন, বিমানের পেছনের দিকের টয়লেটে ফের্নান্দেস যাওয়ার পর সেখান থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পান তিনি।ওই সময়ের ঘটনার খানিকটা বর্ণনাও দেন ওই যাত্রী।
“ব্রুনো একজন ভদ্রলোককে ধরে রেখেছিল, যাকে দেখে মনে হচ্ছিল তিনি মারা যাচ্ছেন। তিনি জ্ঞান হারিয়েছেন কি না জানি না।” “পেছনে একটা ফাঁকা সিট ছিল যেখানে ব্রুনো ওই ভদ্রলোককে বসতে সাহায্য করে। সে পেছনেই ওই লোকের সঙ্গে সেখানে রয়ে যায় এবং নিশ্চিত করে লোকটি ঠিক আছে।”ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ফের্নান্দেস। প্রিমিয়ার লিগে গত রোববার লেস্টার সিটির বিপক্ষে নিজে একটি গোল করার পাশাপাশি করিয়েছেন আরেকটি। ম্যাচটি ৩-০ গোলে জিতেছে টুর্নামেন্টের সফলতম দলটি।