Saturday, February 15, 2025
বাড়িখেলাঅ্যাশেজ শেষ লায়নের

অ্যাশেজ শেষ লায়নের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ জুলাই: তার বদলি হিসেবে দলে কোনো স্পিনার যোগ করেনি অস্ট্রেলিয়া। হেডিংলি টেস্টে তাই অফ স্পিনার টড মার্ফির খেলা একরকম নিশ্চিতই।সদ্য সমাপ্ত লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে লায়নের। ফিজিওর কাঁধে হাত রেখে মাঠ ছাড়েন তিনি। চোটের আগে সেদিন ১৩ ওভার দারুণ নিয়ন্ত্রিণ বোলিং করেন। পরে আর মাঠে নামতে পারেননি। পরদিন তাকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে আসতে। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে। শেষ জুটিতে মিচেল স্টার্কের সঙ্গে যোগ করেন ১৫ রান।তবে দ্বিতীয় ইনিংসেও বোলিং করেননি। টেস্ট শেষে রোববার আরেক দফা পরীক্ষার পর জানানো হয়, এই সিরিজে আর খেলতে পারবেন না ৩৫ বছর বয়সী অফ স্পিনার।এই টেস্ট দিয়েই প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন লায়ন। দুর্ভাগ্যজনকভাবে, মাইলফলক টেস্টেই থমকে যাচ্ছে তার এই অবিশ্বাস্য পথচলা।

১২২ টেস্ট আর এক যুগের ক্যারিয়ারে এই প্রথম চোটের কারণে কোনো টেস্ট খেলতে পারবেন না তিনি। ক্যারিয়ারের শুরুর ২ বছরে পারফরম্যান্স আর দলীয় সমন্বয়ের কারণে ৪টি টেস্ট তিনি খেলতে পারেননি। কিন্তু ক্যারিয়ারে চোটের কারণে একটি টেস্টও তাকে বাইরে থাকতে হয়নি।লায়নের না থাকাই সুযোগ করে দিচ্ছে মার্ফিকে। গত ফেব্রুয়ারিতে ভারত সফরে টেস্ট অভিষেকেই একমাত্র ইনিংসে ৭ উইকেট নেন এই অফ স্পিনার। সিরিজে ৪ টেস্ট খেলে শিকার করেন ১৪ উইকেট। টেস্ট ক্যারিয়ারের শুরুটা তার জন্য হয়েছে দুর্দান্ত। দারুণ বোলিং করে তিনি নজর কেড়েছেন অনেকের। তবে ২২ বছর বয়সী অফ স্পিনারের এবারেরর চ্যালেঞ্জ ভিন্ন।ভারতের মতো সহায়ক কন্ডিশন ও উইকেট ইংল্যান্ডে মিলবে না। এছাড়া, ভারতে ওই সিরিজে লায়নই ছিলেন মূল স্পিনার। এখানে মার্ফিকেই হতে হবে একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। লায়নের মতো গ্রেটের ঘাটতি পূরণ করাও সহজ নয়। এই সিরিজেই প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন লায়ন। মার্ফির চ্যালেঞ্জটা তাই এবার অনেক কঠিন। টেস্টের বাইরে তার প্রথম শ্রেণির ক্যারিয়ার স্রেফ ১২ ম্যাচের। মাত্র দুটিতে তিনি খেলেছেন একমাত্র স্পিনার হিসেবে।লায়নের জায়গায় লর্ডসে ফিল্ডিং করা ব্যাটসম্যান ম্যাট রেনশকে এবার মূল স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে। তবে স্ট্যান্ড বাই হিসেবে ইংল্যান্ডেই থাকবেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য