Tuesday, January 14, 2025
বাড়িখেলাআর্জেন্টিনা-জার্মানির অবস্থা দেখার পর জয়েই খুশি মার্তিনেস

আর্জেন্টিনা-জার্মানির অবস্থা দেখার পর জয়েই খুশি মার্তিনেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৪ নভেম্বর: আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতে কানাডার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। ম্যাচের ৪৪ মিনিটে মিচি বাতসুয়াইয়ের করা গোল তাদের ৩ পয়েন্ট এনে দিয়েছে। এছাড়া পুরো ম্যাচে সমানতালে লড়েছে কানাডা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছে বেলজিয়ামের রক্ষণভাগকে।আর্জেন্টিনা ও জার্মানির পর প্রথম ম্যাচে বেলজিয়ামেরও হারের শঙ্কা জেঁকে বসেছিল। কানাডার ফিনিশিং ব্যর্থতায় কোনোমতে বেঁচে গেছে তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের কোচ মার্তিনেস এক বাক্যে স্বীকার করেছেন, ভালো খেলেননি তারা।“এটি টেকনিক্যালি সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল কি না? হ্যাঁ! সবচেয়ে বাজে ম্যাচ? না! কারণ বিশ্বকাপের একটি ম্যাচ জিতেছি। আমাদেরকে নিজেদের খেলার ভিন্ন দিকটি দেখাতে হয়েছে এবং খুব ভালো ডিফেন্ড করতে হয়েছে।”“আমরা খুব ভালো একটি গোল করেছি। কানাডার পারফরম্যান্সে আপনাকে অনেক সম্মান দিতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যা করার কথা ছিল আমরা তা ঠিকঠাক করতে পারিনি। অন্যদিকে তারা যা করতে চেয়েছে ভালোভাবে করেছে। তবে জয় আমাদের প্রাপ্য ছিল।”কানাডার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বেলজিয়ামের পরের ম্যাচ মরক্কোর বিপক্ষে। বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে যাত্রা শুরু করেছে মরক্কো। রোববার সন্ধ্যা ৭টায় তাদের মুখোমুখি হবে মার্তিনেসের শিষ্যরা। সেই ম্যাচের আগে আরও উন্নতি করতে হবে, বলেছেন বেলজিয়াম কোচ।“আমাদের আত্ম-সমালোচনা করতে হবে, উন্নতি করতে হবে। তবে তিন পয়েন্ট সঙ্গে রেখে এটি করা ভালো। বিশেষ করে আর্জেন্টিনা ও জার্মানির অবস্থা দেখার পর।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য