স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৬ অক্টোবর: ইউরোপ ক্লাব সেরার মঞ্চে মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। প্রথমার্ধের পুরোপুরি নিষ্প্রভ হলান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে এই তারকা স্ট্রাইকারের জায়গায় বের্নার্দো সিলভাকে নামান গুয়ার্দিওলা।
ম্যাচ শেষে জার্মানির ক্লাবটিতে তার সাবেক সতীর্থদের সঙ্গে মাঠে আলাপচারিতায় দেখা যায় হলান্ডকে। যা থেকে ধারণা করা যায়, তার অসুস্থতা হয়তো গুরুতর নয়।বিটি স্পোর্টকে ম্যাচের পর গুয়ার্দিওলা বলেন, সতর্কতার জন্য হলান্ডকে তুলে নিয়েছিলেন তিনি।“আর্লিং (হলান্ড) ভালো বোধ করছিল না, খেলার আগে তার কিছুটা জ্বর ছিল, জোয়াও কান্সেলোরও ছিল। (হলান্ড) পায়ে আঘাত পেয়েছিল। তাই আমরা তাকে বদলি হিসেবে তুলে নিয়েছি এবং ওই সময়ে আমরা অনেক ভুগেছি।”জয় না পেলেও এই ড্রয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে ইংলিশ চ্যাম্পিয়নদের। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১১। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড। শেষ ষোলো নিশ্চিত হয়েছে বুন্ডেসলিগার ক্লাবটির।