স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর : জল্পনাতেই সিলমোহর। আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার সরকারিভাবে নায়ারের নাম কোচের পদে ঘোষণা করে দিল নাইটরা। এর আগে অভিষেক কেকেআরেরই সহকারী কোচের পদে ছিলেন। জাতীয় দলেও সহকারী কোচ ছিলেন। এই প্রথম কোনও প্রথম সারির দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে চলেছেন অভিষেক। মাঝে মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সের কোচ হন। তবে সেই দায়িত্বে এখনও পর্যন্ত সফল হননি।
গত মরশুমটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। মেন্টর ডোয়েন ব্র্যাভো ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জুটি নিয়ে সমালোচনা হয়েছে। তারপরই ‘পণ্ডিত বিদায়’ হয়। এবার কেকেআরের কোচের পদে ফিরতে চলেছেন নাইট ব্রিগেডের পুরনো মুখ। ২০২৪-এ মেন্টর গম্ভীরের অধীনে নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। পরে গম্ভীরের সঙ্গে ভারতের জাতীয় দলেও যান। যদিও সেই সফরটা সুখের হয়নি। বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার জেরে চাকরি যায় নায়ারের। তারপর আইপিএলের মাঝপথে কেকেআরে ফিরে আসেন। এবার সেখানেই বড়সড় প্রমোশন হল তাঁর।
বলা হয়, তরুণ প্লেয়ারদের সঙ্গে নায়ারের দারুণ সম্পর্ক। রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী বা হর্ষিত রানার মতো ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। এর আগে অ্যাকাডেমির হেড কোচের দায়িত্বে ছিলেন। সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে ছায়াসঙ্গীর মতো লেগে ছিলেন। কে এল রাহুলের ফিটনেস এবং ফর্ম ফেরাতেও কাজ করেছেন তিনি। তরুণদের তুলে আনার কাজটা বেশ ভালোমতোই করেন অভিষেক।
হেডকোচ হয়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে অভিষেক নায়ারকে। তাঁর প্রথম কাজ হবে মিনি নিলামের আগে দলের কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে তার তালিকা করা। শোনা যাচ্ছে, গত মরশুমে ব্যর্থ বহু তারকাকে এবার ছাঁটতে চলেছে নাইটরা। সেই তালিকায় শুরুতেই নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। এছাড়াও আনরিখ নখিয়া, মইন আলি, রহমনুল্লাহ গুরবাজ, স্পেনসার জনসনদের মতো তারকাদের বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দ্রে রাসেলকে রাখা হবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে নায়ারকে। আবার আগামী মরশুমে কাদের সই করানো হবে, সেই কৌশলও তাঁকেই ঠিক করতে হবে।

