নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): দরিদ্রদের কল্যাণই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর সময়েও আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের প্রতিটি দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে পৌঁছেছে অন্ন। কোভিড মহামারীর সময়ে ৮০ কোটির বেশি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। এ জন্য খরচ হয়েছে ৩ লক্ষ কোটি টাকা।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুফল তুলে ধরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, দরিদ্রদের কল্যাণ কেন্দ্রের সর্বোচ্চ অগ্রাধিকার। করোনা মহামারীর সময়েও আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দেশবাসীকে আশ্বস্ত করেছে যে সরকার প্রতিটি সমস্যায় তাঁদের পাশে রয়েছে।”