Wednesday, January 22, 2025
বাড়িখেলাইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের

ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের

প্যারিস, ২৮ জুলাই (হি.স.): প্যারিসে অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়লেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে পদক জিতে গর্বিত করলেন ভারতবাসীকে। প্রথমবার অলিম্পিক পদক জিতে মনু ভাকের বলছেন, কর্মের প্রতি ভরসা ছিল। সবকিছু ভুলে লাগাতার পরিশ্রমের ফল পেলাম বিশ্বের সেরা মঞ্চে। আজ ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। আমি খুশি, দারুন খুশি ।’

২০২০ টোকিও অলিম্পিকে মনুর উপরে আশা করেছিলেন আপামর ভারতবাসী। একেবারে শেষ মুহূর্তে পিস্তল বিকল হয়ে যাওয়ায় তিনি ব্যর্থ হয়েছিলেন ।কাঁদতে কাঁদতে তিনি ফিরেছিলেন টোকিও থাকে। হতাশ হয়েছিল সারা ভারতবাসী। এদিন প্যারিসে ভারতবাসীকে সেই পদক এনে দিতে পেরে তিনি নিজেও গর্বিত,গর্বিত করলেন ভারতবাসীকেও ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য