Thursday, November 13, 2025
বাড়িজাতীয়‘নমকহারাম মুসলিমদের ভোট চাই না’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

‘নমকহারাম মুসলিমদের ভোট চাই না’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর : গিরিরাজ সিং আর বিতর্ক যেন সমার্থক। বিহারের ভোটের মুখে আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী। গিরিরাজ সাফ বলে দিলেন, মুসলিমদের ভোট বিজেপির চায় না। প্রবীণ বিজেপি নেতার বক্তব্য, মুসলিমরা নমক হারাম। সরকারের থেকে সবরকম সুবিধা নিয়েও বিজেপিকে ভোট দেয় না।


শনিবার বিহারের আরওয়ালে এক জনসভা থেকে সরাসরি সংখ্যালঘুদের নিশানা করেন গিরিরাজ। তিনি বলেন, “মুসলমানরা নমক হারাম। ওদের ভোট আমাদের চাই না।” বেগুসরাইয়ের সাংসদ বলছেন,”আমি একবার এক মৌলবিকে প্রশ্ন করেছিলাম, আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পান? সে বলল হ্যাঁ। এই কার্ড কি হিন্দু-মুসলমান দেখে বিলি করা হয়? সে বলল, না। এরপর আমি জিজ্ঞেস করলাম, আমাকে ভোট দিয়েছিলে? সে বলল হ্যাঁ। আমি বললাম খোদার কসম খেয়ে বলো তো। এবার সে স্বীকার করল আমাকে ভোট দেয়নি।”

গিরিরাজের কথায়, “মুসলিমরা সবরকম সরকারি সুবিধা নেয়। অথচ বিজেপিকে ভোট দেয় না। এভাবে যারা সাহায্য পাওয়ার পরও ভুলে যায় তাদের নমকহারাম বলে। আর বিজেপির ওই নমকহারামদের ভোট চায় না।” কেন্দ্রীয় মন্ত্রী সাফ বলছেন, “বিহার অনেক বদলে গিয়েছে। এখন এনডিএ সরকার সার্বিক উন্নয়ন করছে। রাস্তাঘাট তো আর শুধু অমুসলিমদের জন্য তৈরি হচ্ছে না। সবার জন্য তৈরি হচ্ছে। আর এই মুসলিমরা সব সরকারি সুবিধা নেবে, অথচ বিজেপিকে ভোট দেয় না।”

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, বিহারের ভোটে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারির কটাক্ষ, “এই বিজেপি নেতারা তো হিন্দু-মুসলমান ছাড়া কিছু বলতেই পারেন না। ওরা বেকারত্ব দেখতে পায় না, শিক্ষার বেহাল দশা দেখতে পায় না, মূল্যবৃদ্ধি দেখতে পায় না, চিকিৎসা ব্যবস্থার দুর্দশা দেখতে পায় না।” আরজেডি নেতার অভিযোগ, “বিজেপিকে যখনই এসব নিয়ে প্রশ্ন করা হয়, ওরা হিন্দু-মুসলিম ইস্যু তুলে নজর ঘোরানোর চেষ্টা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য