স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা,১ নভেম্বর: আল্পস পর্বতের গা ঘেঁষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড গড়েছে সুইজারল্যান্ডের একটি রেলওয়ে পরিচালনা প্রতিষ্ঠান। ট্রেনটি ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা। এতে আছে ১০০ বগি।১৫০ যাত্রী নিয়ে ৪৫ মিনিটেরও কম সময়ে ২৫ কিলোমিটার পাড়ি দিয়েছে এই ট্রেন। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এই বিশাল ট্রেনের যাত্রা দেখতে উৎসুক লোকজন উপত্যকায় ভিড় জমায়।সুইজারল্যান্ডের রেলওয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন এবং দেশের প্রকৌশলবিদ্যার অর্জন তুলে ধরতে এই ট্রেন যাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছে বিবিসি।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে প্রেদা থেকে আলভানু পর্যন্ত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে খ্যাত দৃষ্টিনন্দন আলবুলা-বার্নিনা রুটে ট্রেনটি চালানো হয় গত শনিবার। আলবুলা অঞ্চলে বারগুন গ্রামের কাছের একটি জায়গায় এক বিশাল পর্দায় দেখানো হয় ট্রেনটির ঐতিহাসিক এই যাত্রা।এই ট্রেন বিশ্বের দীর্ঘ যাত্রীবাহী ট্রেনের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে ঘোষণা করেছে সুইস রেল পরিচালনা কোম্পানি রেশিন রেলওয়ে (আরএইচবি)। কোম্পানির প্রধান কর্মকর্তা বলেন, “আমার কাছে এটি সুইজারল্যান্ডের নিখুঁত কাজেরই পরিচায়ক।”বিশ্বে দীর্ঘ মালবাহী ট্রেন অনেক আছে। এরকম কোনও কোনও ট্রেন তিন কিলোমিটার পর্যন্তও লম্বা। কিন্তু প্রায় ২ কিলোমিটার লম্বা যাত্রীবাহী ট্রেন এবং আল্পস পর্বতের দুর্গম পথে সেটির এমন সফল যাত্রা ঐতিহাসিক।যাত্রাপথে গিরিখাতের ৬৫ মিটার ওপর দিয়ে সুইস এই ট্রেনটি পাড়ি দিয়েছে ২২টি সুড়ঙ্গ এবং ৪৮টি সেতু।১৯৯০ এর দশকে ন্যাশনাল বেলজিয়াম রেলওয়ের অনানুষ্ঠানিক রেকর্ড গড়া দীর্ঘ একটি যাত্রীবাহী ট্রেনের চেয়েও সুইজারল্যান্ডের এই ট্রেন কয়েকশ মিটার লম্বা বলে জানিয়েছেন আরএইচবি রেল কোম্পানির মুখপাত্র।