স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৮ অক্টোবর: ইতালির মিলানের কাছে এক সুপারমার্কেটে ছুরি হামলার ঘটনায় একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসসাগো শহরের স্থানীয় এক শপিং সেন্টারে সুপারমার্কেট চেইন কারফোরের দোকানে আচমকা এক ব্যক্তি নির্বিচারে ছুরি হামলা শুরু করে।হামলায় সুপারমার্কেটটির ৩০ বছর বয়সী এক ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।আহতদের মধ্যে ইংলিশ ক্লাব আর্সেনালের এক ফুটবলার আছে বলে জানা গেছে। পাবলো মারি নামের ওই খেলোয়াড় ধারে মোনজা ক্লাবে খেলতে ইতালিতে গেছেন।এই ঘটনায় ৪৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এটি কোনো জঙ্গি হামলা নয় বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর মানসিক সমস্যা ছিল, তিনি যে অস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন সেটি সুপারমার্কেটের তাক থেকেই নিয়েছিলেন।হামলার সময় ওই শপিং সেন্টারের ভেতর থেকে আতঙ্কিত লোকজনকে দৌড়ে বের হতে দেখা গেছে, চিৎকার চেচামেচি শোনা গেছে।ক্রেতাদের কয়েকজনই এক পর্যায়ে ওই হামলাকারীকে কাবু করে ফেলেন এবং ঘটনাস্থলে পুলিশ এলে তাকে তাদের হাতে তুলে দেন বলে জানা গেছে।২৯ বছর বয়সী স্পেনিশ ডিফেন্ডার মারি শরীরের পেছনদিকে ছুরিকাহত হয়েছেন, তবে তার আঘাত মারাত্মক নয়। তিনি সচেতন অবস্থায় আছেন এবং তার কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি, বিবিসিকে এমনটাই বলেছেন তার এজেন্ট আরতুরো কানেলস।
ইতালিতে ছুরি হামলায় নিহত ১, ফুটবলারসহ আহত ৫
সম্পরকিত প্রবন্ধ