Saturday, February 8, 2025
বাড়িরাজ্যসুদীপ রায় বর্মনের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের পর থানায়...

সুদীপ রায় বর্মনের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের পর থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : রবিবার রাতে ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর শাসকদলের বাইক বাহিনী আক্রমণ সংঘটিত করেছে। এমনটাই অভিযোগ তুলে সোমবার কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব থানার উদ্দেশ্যে রওনা হয়। মিছিল পূর্ব থানার মূল ফটকের সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের সাথে কংগ্রেস কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়।

 সেখানে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা। পরে একটি প্রতিনিধি দল থানায় প্রবেশ করে ওসির কাছে মামলা দায়ের করেন। দাবি জানান সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। নাহলে কংগ্রেস বসে থাকবে না। এ ধরনের আক্রমণের ঘটনায় বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। এবং প্রতিনিধি দলে উপস্থিত প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার জানান পুলিশ যে শপথ নিয়ে দায়িত্ব পালন করার জন্য নিয়োজিত হয়েছে সে দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করেন। প্রতিনিধিদলে এছাড়াও উপস্থিত ছিলেন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস কুমার সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য