স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : চৈত্র মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শুক্রবার শকুন্তলার রোড ও চিলড্রেন্স পার্ক সংলগ্ন জায়গায় স্টল বন্টনের পক্রিয়া শুরু হয়েছে। এদিন এই সমস্ত এলাকায় অস্থায়ী ভাবে বসে ব্যবসা করা দোকানীদের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। প্রত্যেককে ৫ ফুট বাই ৫ ফুট করে জায়গা মেপে চিহ্নিত করে দেয় পুর নিগমের সার্ভে টিম। ৩৭৫ জনের জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয় শকুন্তলা রোডে।
৭৫ জনের জায়গা চিহ্নিত করা হয় ওরিয়েন্ট চৌমুহনী মার্কেটের সামনে। আর বাকীরা বসবে শিশু উদ্যানে। প্রত্যেক ব্যবসায়ীকে সমপরিমাণ জায়গা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীরা সহযোগিতা করছে। প্রতি দশটি দোকান পর পর ১০ ফুট করে রাস্তা রাখা হচ্ছে। জাতে ব্যবসায়ী ও ক্রেতাদের কোন অসুবিধা না হয়। চারটি সারি করা হচ্ছে বলে জানান সেন্ট্রাল জোনের সার্ভেয়ার বিপ্লব ঘোষ। এই বছর পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে কোন ব্যবসায়ীর কাছে থেকে অর্থ সংগ্রহ করা হবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা না দেওয়ার জন্য।